আগামী ১৩ই অক্টোবর দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা কমিটির ২২ তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকালে জেলা ছাত্র ইউনিয়নের মিটিং শেষে কমিটির সভাপতি শাহানা মুন্নি কাউন্সিলের ঘোষনা দেন।
সংগঠনটির জেলা কমিটির সাধারন সম্পাদক আব্বাস তালুকদার জানান,করোনা মহামারীতে শিক্ষার্থীদের কাছে থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন ফি বন্ধ ও শিক্ষা সংকট দূর করার লক্ষ্যে নিয়ে আমাদের ২২ তম জেলা কাউন্সিল আগামী ১৩ই অক্টোবর পিরোজপুর শহরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরো জানান,আলোচনা সভা ও জেলা কাউন্সিল উদ্বোধন করবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান নোভেল। এতে প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে ২০০৬ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেবের (মানব)।