করোনার এসময় দেশে বাড়ছে কর্মহীন বেকার ও দু:স্থ্য মানুষের সংখ্যা। খাদ্য কষ্টে ভুগছে অনেকে। ভিক্ষুক,পাগল পথশিশু ও ভবঘুরে মানুষের দু:খ দুর্দশার কথা অনুভব করে ব্যাতিক্রমী ফ্রি খাদ্য সেবা চালু করলেন শার্শার উদ্ভাবক মিজানুর রহমান।
শুক্রবার দুুপুরে যশোরের শার্শা নাভারনে ভিক্ষুক পথশিশু ও পাগলদের জন্য ফ্রি খাবার বাড়ী নামে খাদ্যের হোটেল ফিতে কেটে উদ্ভোধন করেন নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিতরন করা হয় খাদ্য মাক্স ও কুরআন শরীফ। এসময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা মানবধিকার কল্যান সংস্থার সভাপতি প্রভাষক আসাদুজামান আসাদ,সম্পাদক সেলিম রেজা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্যোক্তা ও আয়োজনে উদ্ভাবক মিজানুর রহমান। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুক, পাগল পথশিশু ও ভবঘুরে মানুষের ফ্রি হোটেল থেকে রান্না করা খাদ্য দেওয়্ াহবে বলে জানান মিজাুনর রহমান। বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্টানের কাছ থেকে সহায়তা নিয়ে ফ্রি হোটেল চালু করা হয়েছে বলে জানান তিনি। সেবার মানসিকতা নিয়েই তার পথচলা। মানব সেবা হেল্প ফাউন্ডেশন নামে প্রতিষ্টানের নামে অর্থ সংগ্রহ করে চালাবেন এ প্রতিষ্টান। তবে প্রতিষ্টানটি স্বচ্ছতার সাথে চালাতে অর্থগ্রহন ও খরচ রসিদের মাধ্যমে করার দাবী তুলেছেন সচেতন নাগরিকেরা।