বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ছোট্ট মেয়েটির একটি ছবি নিয়ে বর্তমানে তুলকালাম চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূর্যমুখীর খেতে তোলা মিষ্টি মেয়েটির ছবি দেখে লাখ লাখ ভক্ত যেমন ভালোবাসা জানিয়েছেন, তেমনি কিছু বিকৃত ব্যক্তি বাজে মন্তব্য করে পরিবেশ বিষিয়ে তুলেছে। আপত্তিকর ও বাজে মন্তব্যকারীদের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগ।
গত বৃহস্পতিবার থেকে এই ঘটনায় সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় ওঠে। নারী-পুরুষ নির্বিশেষে সচেতন মানুষ এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। তাদের মতে, এই বিকৃত মানসিকতার ব্যক্তিদের জন্য দেশের নারী-শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হয়।
এরাই ইভটিজিং করে, যৌন হয়রানি করে, এরাই ধর্ষণের মত গুরুতর অপরাধ ঘটায়। এদের কঠোর শাস্তি না দিলে ভবিষ্যতে আরো অপরাধ ঘটাবে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বড় একটি অংশ। তবে এই বাজে মন্তব্যের পর সাকিব এবং তার স্ত্রী শিশিরের ফেসবুক থেকে ছবিটি মুছে দেওয়া হয়েছে।
বিষয়টি নজরে এসেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের। যদিও সাকিব আল হাসান এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। সাকিব করোনাকালের শুরু থেকেই সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, বিষয়টি পুলিশের চোখে পড়েছে।ব্যবস্থা নেওয়া হবে।