পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃদ্ধ বাবাকে দুই ছেলে দীর্ঘদিন ধরে গোয়াল ঘরে রেখেছিলেন। খবর পেয়ে থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার ছোটশিংগা গ্রামের ওই বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) গোয়াল ঘর থেকে উদ্ধার করে তার বসত ঘরে থাকার জায়গা করে দেন।
সূত্রে জানাগেছে, উপজেলার ছোটশিংগা গ্রামের মৃত যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে সম্প্রতি তার দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) বসত ঘরে না রেখে গোয়াল ঘরে রাখেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বিষয়টি জানতে পারেন। পরে এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টির সত্যতা পান।
বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে মুচলেখা নেন। পরে গোয়াল ঘর থেকে ওই বৃদ্ধ দীনেশ বালাকে উদ্ধার করে বসত ঘরে থাকার জায়গা করে দেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান মিলু জানান, পাষণ্ড দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়াল ঘরে রেখে অমানবিক আচরণ করেছেন। ওই বৃদ্ধকে গোয়াল ঘরে রাখার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।