লেবাননে ভয়াবহ ক্যামিকেল বিস্ফোরনের ন্যায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভারতে রফতানিকালে হাইড্রোজেন পারাক্সাইড ক্যামিকেল বোঝায় একটি ট্রাকের ড্রামে ফাটল ধরে ক্যামিক্যাল মাটিতে পড়তে থাকলে স্থানীয় ২টি ফায়ার ষ্টেশনের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেল বেনাপোল।বেনাপোল ফায়ার ষ্টেশন ইনচার্জ তৌহিদুল ইসলাম ও-স্থলবন্দর বেনাপোল-উপ পরিচালক আতিকুল ইসলাম জানান,হাইড্রোজেন পারাক্সাইড ক্যামিকেল বোঝায় ড্রামভর্তি একটি ট্রাক শুক্রবার সকালে বেনাপোল বন্দর রফতানি টার্মিনালে আসে।
দুুপুরের দিকে ট্রাকে থাকা ক্যামিকেল বোঝায় ৪টি ড্রাম নিচে পড়ে যায়। ড্রাম লিকেজ হয়ে এসময় এ্যাসিড ট্রাকের টায়ার দিয়ে মাটিতে নির্গতকালে নিরাপত্তা কর্মিদের নজরে আসে। খবর দেওয়া হয় বেনাপোল ও বন্দর ফায়ার ষ্টেশনকে। মুহুর্তেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তারা। যার সিএন্ডএফ বেনাপোলের শান্তা এন্টাপ্রাইজ্ ও রফতানিকারক-তাসনিম ক্যামিকেল কমপ্লেক্স লি:। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বেনাপোল সহ এলাকা। বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রনে আছে বলে জানান ফায়ার ও বন্দর কর্মকর্তারা।
ফায়ার ষ্টেশন কর্তৃপক্ষ ও বন্দর সংশ্লিষ্টরা জানান এ ধরনের অসাবধনতার কারনে ঘটে বড় ধরনের দূর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয় ব্যাবসায়ি ও বন্দর। প্রভাব পড়ে এলাকায়। বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়েছেন বন্দর ব্যাবহারকারীরা।