পিরোজপুরের মঠবাড়িয়ায় আমেরিকা প্রবাসী মীর মোহাম্মদ সালাউদ্দিন এর উদ্যোগে মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র লোকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বড়মাছুয়া মীর বাড়ি হাফিজিয়া মাদ্রাসা সম্মুখ সড়কে আমেরিকা প্রবাসী মীর মোহাম্মদ সালাউদ্দিন এর পক্ষে দরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ জসিম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবুল হোসেন প্রমুখ।উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মীর মোহাম্মদ সালাউদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বেতমোর ও মাছুয়া ইউনিয়নের ১০৮ জন হতদরিদ্রদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন।