গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে করোনা আক্রান্ত সন্দেহভাজন ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। নতুন যাদের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে তাদের ১২ জনই নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়। আর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১২ জনে। করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়নি।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
যদিও এরআগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিন্ন তথ্য। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ৪ জন মারা গেছেন বলেও জানিয়েছিলেন তিনি। অবশ্য স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, নামের বিভ্রাটের কারনে স্বাস্থ্যমন্ত্রী তখন মৃতের সংখ্যা ৪ জন জানিয়েছিলেন। তাছাড়া আক্রান্তের সংখ্যাও তখন পর্য়ন্ত ২৯ জনই ছিল। তথ্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
আইইডিসিআরের পরিচালক জানান, বয়সভিত্তিক হিসেবে নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এরপর ২১ থেকে ৩০বছর বয়সী ৬ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেশে শনাক্তকৃত মোট ১২৩ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৬৪ জন রাজধানী ঢাকার।
স্বাস্থ্য মহাপরিচালক অ্ধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত দেশে ৬৬ হাজার ৫১১ জনকে হোম কোয়ারেন্টাইন ও ২৯৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইসহ সর্বমোট ৬৬ হাজার ৮১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।