ইমন চৌধুরী,পিরোজপুর
করোনা ভাইরাসের মহমারিতে অঘোষিত লকডাউন পরিস্থিতিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় ঘর বন্ধী ও কাজকর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।সংগঠনটির ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করে আসছে।
ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা কমিটির সভাপতি শাহানা মুন্নি জানান,করোনার প্রভাবে মানুষ আজ ঘর বন্ধী ও কাজকর্মহীন হয়ে পরেছে। এদের মধ্যে সব থেকে বেসি কষ্টে আছে নিম্ন ও ম্যধবিত্ত পরিবারগুলো। তারা চক্ষু লজ্জায় কাউকে কিছু বলতে পারে না। এমন ৪০ টি পরিবারের কাছে ছাত্র ইউনিয়নের একটি টিম রাতের অাধারে বাড়ি গিয়ে তাদের দরজায় পৌছে দিচ্ছি ১ সপ্তাহের চাল,ডাল তেল, সাবানসহ খাদ্য সামগ্রী।আমরা সাধারণ মানুষের কাছ থেকে গনচাঁদা উত্তলন ও আমাদের সংগঠনের সদস্য চাঁদায় এ কার্যক্রম চালিয়ে আসছি। তিনি আরো জানান, করোনা মোকাবেলায় সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ এগিয়ে আসার।
এসময় টিমে ছিলেন ভান্ডারিয়া সিপিবি সাধারন সম্পাদক জাহিদুল আলিম সেলিম,পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খ ম মিরাজ,ভান্ডারিয়ার সদস্য এবং সেচ্চাসেবক রাকিব,রাফিন, ইব্রহিম প্রমুখ।